BMBF News

প্রতারণার অভিযোগে আমিন মোহাম্মদ গ্রুপের ৯ জনের গ্রেফতারী পরোয়ানা

৩৮
নিজস্ব প্রতিবেদক :

 

প্রতারণার মাধ্যমে জমি বিক্রির অভিযোগের মামলায় ৯ ভুমিদস্যুর বিরুদ্ধে মুন্সিগঞ্জের আদালত থেকে গ্ৰেফতারী পরোয়ানা জারি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই আদেশ দেন।

গ্ৰেফতার আদেশ হওয়া অভিযুক্তরা হলেন, আমীন মোহাম্মদ গ্ৰুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল হক নাবিল ও গ্ৰুপের পরিচালক রমজানুল হক নিহাদ। তাদের সহযোগী জনি হোসেন, মানিক শেখ, মেহেদী হাসান জনি ব্যাপারী, অনিক মাসুদ খান আনিস, আইয়ুব খান, অন্তর হোসেন ও মোঃ বাদল মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার নিকটবর্তী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিকারপুর, বড়বর্ত্তা ও কেয়াইন মৌজাভুক্ত আল-মুসলিম বিল্ডার্স লিমিটেড ও সাধারণ জনগনের শতশত বিঘা জমি জোরপূর্বক দখল করে বহু সংখ্যক ক্রেতার নিকট আকর্ষনীয় চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে প্লট বিক্রি করে আসছিলো আমিন মোহাম্মদ গ্রুপ। আল -মুসলিম গ্ৰুপের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মোঃ আবু রায়হান প্রতারণার অভিযোগে মুন্সীগঞ্জের আদালতে মামলা করে পিবিআইয়ের তদন্তে সত্যতা পাওয়ায় আদালত কোম্পানির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে তাদেরকে আইনের আওতায় নেয়ার নির্দেশ প্রদান করে।

Leave A Reply

Your email address will not be published.