BMBF News

প্রতীক পেয়ে প্রচারণার মাঠে নৌকার প্রার্থী আরাফাত

২১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রতীক পেয়েই প্রচার প্রচারণার মাঠে নেমেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (২৬ জুন) বিকেলে রাজধানীর কড়াইলের এরশাদ স্কুল মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন তিনি। এর আগে দুপুরে ইসি থেকে আওয়ামী লীগের দলীয় নির্বাচনী প্রতীক নৌকা পেয়েছেন তিনি।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। এসময় নৌকা প্রতীকের প্রার্থী আলী আরাফাতকে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চাইতে দেখা যায়।