BMBF News

ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান অবিশ্বাস্য: ফারুকী

ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পুরস্কার হিসেবে উপদেষ্টা পদে আসেননি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুক পোস্ট ধরে ফ্যাসিস্টের পক্ষে তার অবস্থান নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটিকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম অফিসে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তার সমালোচনার প্রসঙ্গে জানতে চাইলে ফারুকী বলেন, “আমার অবস্থান, আমি কী করি এবং কী করেছি—এগুলো গত ১৫ বছরের ফেসবুক ঘাঁটলে পাওয়া যাবে। শুধু দু-চারটি পোস্ট নয়, সব দেখুন। আমার সিনেমাগুলো দেখলেও আমার অবস্থান সম্পর্কে ধারণা পাবেন।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান, এ ধরনের ধারণা অবিশ্বাস্য। এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই। আমার লেখা পড়ে দেখুন। শাহবাগের সময়ে ২০১৪ সালে আমি ‘এই চেতনা লইয়া আমরা কী করব’ লিখেছিলাম, আর ২০১৫-তে ‘কিন্তু এবং যদির খোঁজে’ শিরোনামে আরেকটি লেখা ছিল।”

ফারুকী বলেন, “ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান কি না, সেটার পুরস্কার হিসেবে তো আমি উপদেষ্টা হতে আসিনি। বরং আমি এই দায়িত্ব পালন করতে পারব কি না, সেটিই ছিল মূল বিবেচনা। যারা আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি কাজটি করতে পারব মনে করে এখানে এসেছি।”

এ বিষয়ে তিনি আরও বলেন, “আমি মনে করি আমাদের দলটি দারুণ। আমরা শিগগিরই একটি বৈঠকে বসব এবং পরিকল্পনা করব কী কী করা যায়। আমরা কাজ শুরু করার পরে দৃশ্যমান ফলাফল রাখতে চাই। পরিকল্পনা সম্পূর্ণ হলে সেটি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থাপন করব।”

তিনি আশ্বাস দেন, “এটি অনুমোদিত হলে আপনাদের জানানো হবে। আমরা কী রোডম্যাপ দিয়েছি, কী কী করতে চাই তা তখন জানতে পারবেন। মেয়াদ শেষে আমাদের অর্জন ও ব্যর্থতা আপনাদের কাছে স্পষ্ট থাকবে, এবং ব্যর্থতার জন্য ক্ষমাও চাইব।”