BMBF News

বাংলাদেশে স্টারলিংক আনতে ইলন মাস্ক-ইউনূস আলোচনা

বাংলাদেশে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে দুবাই থেকে ইলন মাস্কের সঙ্গে আলাপ করেন তিনি। প্রেস অফিস জানিয়েছে, এ আলোচনায় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, বিশেষ করে গ্রামীণ নারী ও তরুণদের বিশ্বসংযোগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা স্টারলিংককে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কাজের সম্প্রসারণ হিসেবে দেখার কথা বলেন এবং ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, “আমি অপেক্ষা করছি”।

আলোচনায় উঠে আসে, কীভাবে স্টারলিংকের উচ্চগতির ও স্বল্পমূল্যের ইন্টারনেট দেশের ডিজিটাল বৈষম্য কমাতে পারে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস জানায়, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশে উন্নত স্যাটেলাইট সংযোগ চালুর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উভয় পক্ষ দ্রুত কার্যক্রম এগিয়ে নিতে সম্মত হয়েছেন, যার সমন্বয়ের দায়িত্বে থাকবেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্ট উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস।