BMBF News

বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদ :

 

 

আগামী দিনের বায়রাকে একটি সিন্ডিকেট মুক্ত ব্যবসায়ীক বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ার রোগ মুক্তি কামনায় পহেলা ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে বায়রা সম্মলিত ফ্রন্ট এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম, সাবেক এমপি ও সাবেক সভাপতি, বায়রা।
বিশেষ বক্তা ছিলেন—বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা মাহমুদ, সাবেক কার্যনির্বাহী সদস্য, বায়রা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোয়াজ্জেম হোসেন, সাবেক সহসভাপতি, বায়রা, আকবর হোসেন মঞ্জু, সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি, হাব, মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, নুরুল আমিন, সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, আব্দুল আলিম, সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, মিসেস ফারাহ আঞ্জুম বারী, ব্যবস্থাপনা পরিচালক, বে ইস্টার্ন লিঃ, জাহাঙ্গীর আলম, স্বত্বাধিকারী, শিখা ট্রেড ইন্টারন্যাশনাল।
সভাপতিত্ব করেন— মফিজ উদ্দিন, সাবেক যুগ্ম ম্যহাসচিব, বায়রা।

সভাটি পরিচালনা করেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মেহাম্মদ আলী এবং সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানিখাতে একটি অস্বচ্ছ পরিবেশ ও সিন্ডিকেট সংস্কৃতি ব্যবসায়ীদের সুযোগ–সুবিধা এবং দেশের রেমিট্যান্স প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি বদলাতে হলে বায়রায় অভিজ্ঞ, সৎ ও প্রমাণিত নেতৃত্ব অপরিহার্য। বক্তারা এম এ এইচ সেলিমকে আগামী বায়রা নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান, কারণ—তিনি অতীতে দুই মেয়াদে বায়রাকে শক্তিশালী ও সেবামুখী সংগঠনে পরিণত করেছিলেন। তার নেতৃত্বে জনশক্তি রপ্তানিতে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং ব্যবসা অর্জনের সুযোগ বিস্তৃত হয়েছিল।বর্তমান সংকট মোকাবিলায় তিনি একজন পরীক্ষিত ও দক্ষ সংগঠনপ্রধান।

নেতারা আরও বলেন, “সিন্ডিকেটমুক্ত বায়রা গঠন আজ সময়ের দাবি। সব সদস্যের সমান অধিকার নিশ্চিত করতে হলে সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন প্রয়োজন।”

সভায় উপস্থিত বায়রা সদস্য ও ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানানো হয়—আগামী নির্বাচনে অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে আসা, স্বচ্ছ ব্যবসা পরিবেশ তৈরি করা এবং দেশীয় শ্রমবাজারকে আরও বিস্তৃত করতে দায়িত্বশীল নেতৃত্বকে সমর্থন প্রদানই হলো সময়ের দাবি।

মতবিনিময় সভা শেষ হয় দোয়া ও শুভকামনার মাধ্যমে। বক্তারা প্রত্যাশা করেন, শক্তিশালী, স্বচ্ছ এবং ব্যবসাবান্ধব বায়রা গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ জনশক্তি রপ্তানিখাতে আরও সমৃদ্ধ অধ্যায়ে প্রবেশ করবে।