BMBF News

বিজয় দিবসের আনন্দ শোভাযাত্রায় যুবলীগ নেতা বাবুর অংশগ্রহণ

১৬
নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দ শোভা যাত্রার আয়োজন করা হয়।

উক্ত শোভাযাত্রাকে সফল করার লক্ষ্যে শতাধিক নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ২২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমে বাবু।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ বুলবুল আহমেদ বাবু বলেন,

১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে নয় মাস যুদ্ধ হয়। ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে দেশ স্বাধীন হয়। এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে সর্বোপরি যুবলীগ কাজ করে আসছে এবং ভবিষ্যতে কাজ করবে। বর্তমান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের হাত ধরে যুবকরাই স্বাধীন দেশের সার্বভৌমত্ব গড়ে তুলবে।


বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরন ও দক্ষিণ আওয়ামী লীগের থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনগুলো।

১৯শে ডিসেম্বর বিকেল ৪টায় শোভাযাত্রাটি রাজধানীর সরোয়ারদী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর সমাধিস্থলে গিয়ে শেষ হয়।