বরিশাল প্রতিনিধি :
যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন করেছে ট্রাস্ট বিশ্ববিদ্যালয়,বরিশাল । এ উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তালন, প্রভাতফেরী। সকাল ৭টায় বরিশালের বটতলা মোড়ে অংশগ্রহণকারীদের মাঝে টি-সার্ট বিতরন করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের করে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আলী আজগর ভুঁইয়া, রেজিস্ট্রার ড. মোঃ শহীদুল ইসলাম এবং ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমান।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মোঃ জিয়াউল হক এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম বলেন, ‘ভাষা এমন একটি মহান মানবিক ক্ষমতা যা অন্য কোনও প্রাণির নেই। ভাষা মানুষের মস্তিষ্কের বিকাশের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে। মানুষের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে সৃজনশীল চিন্তা করার, যা মস্তিষ্ক থাকা সত্ত্বেও প্রাণিকূলের অন্য কারও নেই।’
তিনি আরও বলেন, মাতৃভাষা দিবস হিসাবে বাংলা ভাষা সম্পর্কিত একটি দিন আমরা উদযাপন করি। বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার পেছনের কারিগড়রা সম্মানের দাবিদার। আর আজকে মাতৃভাষা দিবসে অবশ্যই বাঙালির শেকড়ের জ্ঞান, ঐতিহ্য এবং যারা এটিকে রক্ষা করেছেন, যারা এটি চর্চা করেছেন; তাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়। আমরা সবাই আজ ভাষা শহীদসহ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শহীদুল ইসলাম ‘বহুমাত্রিক ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।