BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মটরবাইক সহ মাদক কারবারি আটক

মেহেদী হাসান , পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর তিতাস মোড় এলাকা থেকে ডিবি’র অভিযানে ৩’শ পিচ ইয়াবা ও মটরবাইকসহ ২১ মাদক মামলার আসামী মোঃ সোহেল মাদবর(৩২)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 

আটককৃত ওই কারবারি জেলার স্বনির্ভর রোডের চরপাড়া (ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শের) এলাকার মোঃ শাহ আলম মাতবরের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ জেলা প্রশাসকের বাস ভবনের দক্ষিন পূর্ব কোনে চৌরাস্তা টু তিতাস মোড় গামী পাকা রাস্তার উপর থেকে সোহেল মাদবরকে ৩’শ পিচ ইয়াবা ও মটরবাইকসহ আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ধৃত আসামী একজন দুর্ধর্ষ মাদক সম্রাট। তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »