BMBF News

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের শারীরিক অবস্থা উন্নতি

১৩৩
নিজস্ব প্রতিবেদক :

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান শিকদারের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে।

তিনি গত ৮ই জুলাই শনিবার রাজধানী বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হন। বারডেম জেনারেল হাসপাতালের ডাক্তার রেজাউর রহমানের অধীনে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  গত ২৮ শে জুন মুরাদিয়ার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ৩রা জুলাই টাইফয়েড ও বুকে ব্যাথা জনিত রোগ নিয়ে বরিশালের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে আসা হয়।

বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হবার পরে তাকে দেখতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীমুজ্জামান ফিরোজ এছাড়াও ঢাকাস্থ দুমকি উপজেলার সকল স্তরের জনগণ দেখতে আসেন।

চিকিৎসাধীন অবস্থায় মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার মুরাদিয়া ইউনিয়ন তথা দুমকি উপজেলার সকল স্তরের জনগণের কাছে দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন ।

Leave A Reply

Your email address will not be published.