BMBF News

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় শতাধিক বাড়িঘর পুড়ে ছাই, নিহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যের রামরি দ্বীপে জান্তাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। হামলায় পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে বলে জানিয়েছে আরাকান আর্মি (এএ) ও স্থানীয় উদ্ধারকর্মীরা।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই হামলা হয়। আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা জানিয়েছেন, বোমা হামলার পর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়।

স্থানীয় উদ্ধারকর্মীদের মতে, নিহতদের সংখ্যা ৪১ জন এবং আহত হয়েছেন ৫২ জন। তারা জানিয়েছেন, পরিবহন সংকটের কারণে আহতদের চিকিৎসা পাঠানো সম্ভব হয়নি। জরুরি চিকিৎসা সরঞ্জামেরও অভাব রয়েছে।

হামলার পরের ছবিতে দেখা যায়, হতবিহ্বল বাসিন্দারা ধ্বংসস্তূপের মাঝে হাঁটছেন। অনেক বাড়িঘর ও গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। হামলায় সৃষ্ট বিস্ফোরণের কারণে মাটিতে গভীর গর্ত দেখা গেছে।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মি দীর্ঘদিন ধরে জান্তার বিরুদ্ধে লড়াই করছে। অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি বলেছে, ২০২৫ সালে দেশটির প্রায় ২ কোটিরও বেশি মানুষ মানবিক সহায়তার প্রয়োজন পড়বে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ চলছে। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্পটি থমকে আছে। তবে হামলার পর এ প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: এএফপি।