BMBF News

রিয়াল মাদ্রিদের বাঙালি ভক্ত ইতালির মাঠে খেলা দেখতে পেরে আনন্দে আত্মহারা

২৭
নিজস্ব প্রতিবেদক :

ইতালির  মাঠে বসে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে পেরে খুবই উচ্ছাসিত হয়েছেন ক্লাবটির বাঙালি ভক্ত আবু হাসান চৌধুরী প্রিন্স ।

জানা যায় ঢাকা একাদশ আর.সি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিয়াল মাদ্রিদের অন্যতম একজন সমর্থক।

সম্প্রতি তারা  ফুটবল ম্যাচ প্রদর্শনী খেলতে বর্তমানে দেশটিতে সফরত অবস্থায় রয়েছেন।এ পর্যন্ত তারা দুটি ম্যাচ খেলেছেন। খেলার ফাঁকে তাঁর সমর্থন করা দলের খেলা অনুষ্ঠিত হচ্ছিল দেশটির একটি ষ্ট্রেডিয়ামে।

খবর পেয়েই ছুটে গেলেন স্ব-চোখে খেলা উপভোগ করতে। আনন্দ উৎসাহের মধ্যে খেলাটি উপভোগ করে খুবই অভিভূত হয়েছেন তিনি।খেলা দেখার পর আনন্দে আত্মহারা ক্রিড়ানুরাগী আবু হাসান চৌধুরী প্রিন্স এক অডিও বার্তায় বলেন,

আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আমার প্রতিষ্ঠিত ফুটবল দল ঢাকা একাদশ আর.সি নিয়ে এখানে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসেছি।এর মধ্যে আমরা দুটো ম্যাচে অংশগ্রহণ করেছি তার মধ্যে একটিতে ৫-১ গোলে জয় পেয়েছি অপরটিতে এখানকার অনুর্ধ ১৮ দলের সাথে আমাদের পরাজয় হয়। আমাদের খেলা শেষে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে গিয়েছিলাম।

খেলাটি অনুষ্ঠিত হয়েছে ন্যাপোলির আরমানডো ম্যারাডোনা ষ্ট্রেডিয়ামে।এই দেশের ষ্ট্রেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করার অনুভূতিটা আসলে অন্য রকম ছিলো যা বুঝানো যাবে না কারণ আমি রিয়াল মাদ্রিদের কঠোর একজন সমর্থক বিশেষ করে তারা জয় পাওয়াতে আরো বেশি আনন্দিত হয়েছি।