গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে জেলার মাওনা চৌরাস্তার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।