হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহের কঙ্কাল বেরিয়ে এসেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলাকালে মহাসড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে মাটি খোঁড়া হচ্ছিল। এ সময় একে একে ৭টি মরদেহের কঙ্কাল দেখা যায়। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে মরদেহগুলো অন্যত্র পুনরায় দাফন করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মহাসড়কের জন্য অধিগ্রহণ করা জমির মধ্যে একটি কবরস্থানের অংশ পড়েছে। মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহের মাংস ঝরে যাওয়া কঙ্কাল বেরিয়ে আসে। পরে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহগুলো পুনরায় দাফন করা হয়।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেন।