BMBF News

সন্ধ্যার পর রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক :

 

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে ঢাকায় বাতাস শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত রাজধানীর কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

রোববার (১৪ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা পায়রা নিউজ কে এ তথ্য জানান।

 

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঢাকায় দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির আভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের মূলভাগ এরইমধ্যে উপকূলে উঠেছে। এর প্রভাবেই রাজধানীতে বাতাস শুরু হয়েছে।

কাজী জেবুন্নেসা আরও জানান, ঢাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তবে মোখার মূলভাগ উপকূল অতিক্রম করার পরই বৃষ্টি শুরু হবে। সন্ধ্যা ৬টার পর রাজধানীতে বৃষ্টি শুরু হবে। তবে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সারা রাতই বৃষ্টি হবে, তবে তা থেমে থেমে হওয়ার সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অফিস জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‘মোখা’ আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

 

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মোখার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে এই প্রবাল দ্বীপ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

Leave A Reply

Your email address will not be published.