BMBF News

সাবেক সম্রাট হোটেলের নোংরা পানিতে ভেসে যাচ্ছে পাশের বাড়ি

১৪
নিজস্ব প্রতিবেদক :

 

 

রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের সাবেক সম্রাট হোটেলের সুয়ারেজ লাইনের পানিতে ভেসে যাচ্ছে পাশের ২৪/৩ বাড়ি।

বিগত ১৬ বছর আগ থেকে সম্রাট হোটেল যখন স্বচ্ছল ছিল তখন থেকেই হোটেলের সুয়ারেজ লাইনের পাইপ ফেটে যায়। তখনি ভাঙা পাইপ থেকে পানি পাশের বাসা ২৪/৩ এ যায়।

পরবর্তীতে বাড়ির মালিক রায়হান বানু সাবেক সম্রাট হোটেলের কর্তৃপক্ষকে বিষয়টি জানান কিন্তু তারা সুয়ারেজ লাইনের কোন রকমের সংস্কার করে না।

বিগত ১৬ বছর যাবত তারা সুয়ারেজ পাইপের লাইন ঠিক করবে করবে বলে এখনো করেননি। সুয়ারেজ পাইপের নোংরা পানি এসে রায়হান বানুর বাড়িতে জমা হয়। এতে নানা রকমের এডিস মশার জন্ম হয়।
২৪/৩ বাড়ির অবস্থা খুবই আশঙ্কা জনক তাই কোন ভাড়াটিয়াও ঔ বাড়িতে ভাড়া থাকতে চায়না ।

 

তাই ওই বাড়ির মালিক প্রশাসনের নিকট আবেদন করে বলেন যেন দ্রুত সাবেক সম্রাট হোটেলের কর্তৃপক্ষের কাছে তাদের এই সমস্যাগুলো তুলে ধরেন এবং এই সমস্যার সমাধান যেন করা হয়।