BMBF News

হত্যাকারীর ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৯
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

 

জাহাঙ্গীর হত্যার মূল আসামি সাকিব গাজী সহ জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শুক্রবার সকাল ৯টায় উপজেলার বোর্ড অফিস বাজারের লেবুখালি-বাউফল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতশত নারী-পুরুষ অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ সবর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক সিফাত হোসেন প্রমূখ।
এসময় বক্তারা অতিদ্রুত আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে জয়গুন নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজা শেষে জাহাঙ্গীর ফকিরের লাশ তার গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহত জাহাঙ্গীর উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে।

উল্লেখ্য, নিহত জাহাঙ্গীর ফকির দীর্ঘ ৫ বছর ধরে পটুয়াখালী সদরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার বোর্ডিংয়ের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। গত শুক্রবার(২ জুন) জাহাঙ্গীরের কাছে ওই এলাকার স্থানীয় বখাটে সাকিব গাজী চাঁদা দাবি করেন। একপর্যায়ে চাঁদা না দেয়ায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সাকিব গাজী ও তার দোসররা। এ ঘটনার ৫ দিন পর ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে বুধবার(৭জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Leave A Reply

Your email address will not be published.