BMBF News

৫ আগস্টের পুরোটাই ছিল একতার অনুভূতি: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের দিনটি সম্পূর্ণরূপে একতার প্রতীক ছিল। সব সময়ই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে তিনি বলেন, “আপনাদের সঙ্গে দেখা হলে এবং বসতে পারলে আমি সাহস পাই। কারণ, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে।”

তিনি আরও বলেন, “যে লক্ষ্য নিয়ে এ সরকার গঠিত হয়েছে, তা পুনরুজ্জীবিত হয় সবার সঙ্গে মতবিনিময় করলে। মাঝখানে শিক্ষার্থীরা এলো এবং তারা জানিয়েছে, ঘোষণাপত্র দিতে চায়, যেখানে আমারও উপস্থিতি দরকার। ৫ আগস্ট ছিল একতার অনুভূতির দিন। কেউ বিভেদ সৃষ্টি করতে বলেনি। সবাইকে নিয়ে কাজ করতে হবে, নইলে উদ্দেশ্য পূরণ হবে না।”

অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, “৫ আগস্টের ঐক্যের শক্তিকে অবমাননা করা যাবে না। যদিও শুরুতে সবাই আমার কথা বুঝতে পারেনি, পরে তারা বুঝতে পেরেছে যে ঐক্যের পুনরুত্থানের জন্য সবাইকে একত্রিত হওয়া জরুরি। ঐক্যবদ্ধ না হলে আমাদের লক্ষ্য ব্যাহত হবে।”