BMBF News

অনিশ্চয়তা কাটলো, শুক্রবার ইউনূস-মোদি বৈঠক

দুই দফা সুযোগ এসেও বৈঠক না হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আট মাস পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা কুশল বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে কথা বলেন। সেই সময় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও একসঙ্গে আলোচনায় অংশ নেন।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

ঢাকা শুরু থেকেই এই বৈঠকের বিষয়ে আগ্রহী ছিল, তবে নয়াদিল্লি বিষয়টি নিশ্চিত করেনি। বিমসটেক সম্মেলনেও বৈঠক হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে বৃহস্পতিবার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে শীতলতা বিরাজ করছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও এক ধরনের স্থবিরতা দেখা যায়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের মধ্যে এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের অচলাবস্থা কাটাতে সহায়ক হবে।”

আগেও একাধিকবার দুই নেতার বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে এবার বিমসটেক সম্মেলনের মঞ্চেই সেই অনিশ্চয়তার অবসান ঘটছে।