BMBF News

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এবং তা আরও সংক্ষিপ্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্রুত নির্বাচন দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-২৯) ফাঁকে নেওয়া হয় এবং রবিবার সম্প্রচারিত হয়।

ড. ইউনূস বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার। নিয়মিত সরকারের মেয়াদ পাঁচ বছরের হলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত। এটি আরও কম হতে পারে, যা নির্ভর করবে জনগণ ও রাজনৈতিক দলগুলোর চাহিদার ওপর।”

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতের আশ্রয় থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন তিনি। এসব বিষয়ে ভারতকে অবহিত করার কথাও জানান ড. ইউনূস।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “জীবনের শেষ পর্যায়ে আমার এ ধরনের কোনো ইচ্ছা নেই। আমি রাজনীতিক নই এবং নির্বাচনে অংশ নেব না।”

সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে তিনি বলেন, নির্যাতন হ্রাস পাচ্ছে এবং এটি ধর্মের কারণে নয়। বরং রাজনৈতিক কারণে নির্যাতনের ঘটনা ঘটছে। “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতীয় গণমাধ্যমের প্রচারণা,” বলেও মন্তব্য করেন তিনি।