BMBF News

আইনশৃঙ্খলা পরিস্থিতির  অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দুমকিতে ছাত্রদলের মানববন্ধন

১২
মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

 

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদল ।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় দুমকি সরকারী জনতা কলেজ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাৎ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত, সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন বর্তমান সরকারের ৭মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত  দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছেনা, পতিত সরকারের প্রেতাত্মারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে,  দেশে চুরি, ছিনতাই ও ধর্ষনের অপরাধ বেড়েই চলছে। মাগুড়ার শিশুকন্যা আছিয়ার ধর্ষনকারী সহ সকল ধর্ষকদের ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার দাবী করেন। বক্তারা আরো বলেন সরকার যদি দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে তবে এর দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ করেন। অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানায়।