BMBF News

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত না করে নির্বাচন করলে বুমেরাং হবে -মেজর মিনার

১৫
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

 

 

 

আমার বাংলাদেশ (এবি) পার্টির পটুয়াখালী জেলা শাখার ইফতার মাহফিল পটুয়াখালী শহরের অদূরে ফতুল্লায় অনুষ্ঠিত হয় ।
শুক্রবার (১৪ মার্চ) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠি হয়। বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক গাজী নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বাংলাদেশ (এবি) পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ( অব.) দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার বর্ননা দিয়ে বলেন যে এই অবস্থায় নির্বাচন হলে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আইন শৃঙ্খলা সহ লুটপাট চাঁদাবাজি আগের মতোই রয়ে গেছে। জননিরাপত্তা ঝুঁকির মধ্যে।
ফ্যাসিস্ট সরকার চলে গেছে আগমন হয়েছে একই চরিত্রের নতুন মুখ। তিনি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করা উচিৎ না বলে মন্তব্য করেন।
এই সময় তিনি ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুর কথা উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এই মর্মার্থিক মৃত্যুর জন্য দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নৈতিক অবক্ষয়, ধর্মীয় অনুশাসনের অনুপস্থিতকে দায়ী করেন।

সভাপতির বক্তব্যে গাজী নাসির আমার বাংলাদেশে পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে বলে উল্লেখ করেন।
মানুষকে একটা স্বস্তির ও শান্তির জীবন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে এই পার্টি। তিনি উপস্থিত জনতাকে রমজানের এই পবিত্র দিনে একটা সুন্দর আগামী অর্জনের লক্ষ্যে এবি পার্টির পতাকাতলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

উক্ত ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ও শহর শাখার সভাপতি প্রকৌশলী কল্লোল চৌধুরী এবং সেক্রেটারি প্রকৌশলী জিএম রাব্বি।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী মো. মাসুদুর রহমান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন ডা. তানভীর, প্রকৌশলী অনিক, মেহেদী হাসান কাওসার, আবু সাঈদ সরকার, জাকির হোসেন।