BMBF News

আদানির বিদ্যুৎ: ৪০ কোটি ডলারের শুল্ক ফাঁকি পেয়েছে এনবিআর

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিদ্যুৎ কেনার সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার বিষয়টি এনবিআরের তদন্তে উঠে এসেছে।

এনবিআর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের সময় আমদানির প্রক্রিয়ায় কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি, যা আইনসম্মতভাবে নিষ্পত্তির প্রয়োজন ছিল। এনবিআরের তদন্ত অনুযায়ী, আদানি পাওয়ার থেকে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত ৩৯ কোটি ৭৩ লাখ ডলারের শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

পিডিবির চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন, “আমরা এনবিআরের চিঠি পেয়েছি এবং বিষয়টি বিশদভাবে খতিয়ে দেখছি। এখনো বলা সম্ভব নয় এ অর্থ পিডিবি পরিশোধ করবে কি না; আমরা এনবিআরের সাথে আলোচনায় বসব।”

এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধানে আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর অব্যাহতির বিষয়ে কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০২৩ সালের জুলাই পর্যন্ত আদানি থেকে ১০৫৮ কোটি কিলোওয়াট বিদ্যুৎ আমদানি করেছে, যার বাজারমূল্য ১২৮ কোটি ডলার; এ ক্ষেত্রে প্রায় ৩১ শতাংশ শুল্ক-কর আদায়ের প্রয়োজন ছিল।

তদন্ত কমিটি আরও জানায়, ২০২৩ সালের মার্চে আদানির গড্ডা পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হলেও এর শুল্কায়ন সংক্রান্ত কোনো কার্যক্রম এনবিআরের কোনো দপ্তরকে দায়িত্ব প্রদান করে সম্পন্ন করা হয়নি।