BMBF News

আবারও দেশে বার্ড ফ্লু শনাক্ত

সাত বছর পর বাংলাদেশে ফের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এবার যশোরের একটি মুরগির খামারে এই ভাইরাস ধরা পড়েছে, যার ফলে দুই সহস্রাধিক মুরগি নিধন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শহরের শংকরপুরে সরকারি মুরগি প্রজনন উন্নয়ন খামারে গত ১৩ মার্চ বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়। পরে প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন এবং ১৪ মার্চ রাতে ২ হাজার ৭৮টি মুরগি নিধন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানিয়েছেন, “সরকারি মুরগির খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেলেও এটি খুব বেশি ভয়ংকর নয়। এটি লো প্যাথোজেনিক প্রকৃতির, যা মানুষের দেহে সংক্রমিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, “খামারিদের সতর্কতার সঙ্গে মুরগি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।”

২০০৭ সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথমবারের মতো বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়। তখন প্রায় ৩৭০টি খামার বন্ধ হয়ে যায় এবং ১০ লাখেরও বেশি মুরগি নিধন করা হয়।

২০০৮ সালের মে মাসে মানুষের শরীরে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়। এরপর ২০১৩ সালে দেশে আবারও বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিলেও পোল্ট্রি শিল্প বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি।

তবে ২০১৭ সালের শেষের দিকে দেশে আবারও বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে, যার ফলে ৫০ লাখের বেশি মুরগি নিধন করতে হয় এবং অনেক খামার বন্ধ হয়ে যায়।