রাকিবুজ্জামান, দশমিনা পটুয়াখালী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক বলেছেন, “আমরা ক্ষমতায় এলেই কাউকে ঘর ছেড়ে পালাতে হবে না, মামলা বানিজ্যও বন্ধ হবে। যারা জোর করে ক্ষমতায় আসে, তারাই পালিয়ে যায়—ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন রাজনীতি চায় না।”
শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার আলীপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
আলীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি প্রফেসর মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মজিবুর রহমান আজবাহার প্যাদা,
উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন রুহানি।
সভার প্রধান অতিথি মুফতি আবু বকর সিদ্দিক বলেন,
“নেতা বদলেছে, কিন্তু নীতি বদলায়নি” “এ দেশে বহুবার নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু মাদক, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দুর্নীতি বা মামলাবাজি কিছুই বন্ধ হয়নি। কারণ নীতি পরিবর্তন হয়নি। আমরা শুধু নেতার নয়, নীতির পরিবর্তন চাই।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের নিরাপত্তা, বিচার ও সামাজিক শান্তির রাজনীতি করে, তাই এ অঞ্চলে ভয়-ভীতি, দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শেষ করতে চান তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক এইচএম আবু তাহের খান,গলাচিপা পৌর সভাপতি নাজমুল হুদা রিপন,
আলীপুর ইউনিয়ন শাখার আমীর আবদুল হাই মৃধা,ইউনিয়ন শাখার সহ-সভাপতি শাহ আলম মোল্লা,প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,
যুব আন্দোলনের সভাপতি কাওসার মীর ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন,
ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আরাফাত হোসেন
এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় উপস্থিত ছিলেন।