BMBF News

আল্লাহর ওয়াস্তে দুর্নীতি–চাঁদাবাজি থেকে সরে আসুন: উপদেষ্টা আসিফ

রাজনৈতিক নেতাদের দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে দিনাজপুরবাসী ব্যানারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান জুলাই ছাত্র–জনতার বিপ্লবের অন্যতম এই নেতা।

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের মানুষ একটি দীর্ঘ লড়াইয়ের পর ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্তি পেয়েছে। রাজনৈতিক নেতারা নানা নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা জানেন, এই নির্যাতনের কষ্ট কতটা। এখন যদি আবার নতুন করে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির পথে হাঁটেন, তাহলে দেশের মানুষকে সেই দুঃশাসনের মধ্যে ঠেলে দেবেন না।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের পরিণতি আপনারা দেখেছেন। যদি সেই পরিণতি থেকে বাঁচতে চান, আল্লাহর ওয়াস্তে দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে সরে আসুন। দেশের মানুষ আপনাদের ভালোবাসবে এবং স্বাগত জানাবে।”

ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেন, “যারা ২৪-এর গণঅভ্যুত্থানে আমার ভাইদের হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই। এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যেন বাংলাদেশে আর কখনও কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী সরকার মাথাচাড়া দিতে না পারে।”

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। বিগত সরকারের সময় শুধু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে উন্নয়ন হয়েছে। আমি এলাকা ভিত্তিক বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের উন্নয়নে গুরুত্বারোপের প্রতিশ্রুতি দিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদ। সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনিছুর রহমান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি।

এর আগে, দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

অনুষ্ঠানে তিনি খানসামা উপজেলায় একটি লাইব্রেরি নির্মাণে ৫০ লাখ টাকা এবং উপজেলায় উন্নয়ন কার্যক্রমের জন্য আরও ৫০ লাখ টাকাসহ মোট ১ কোটি টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন।