BMBF News

আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রশ্নে গণভোট চান হেযবুত তওহীদের ইমাম

রাষ্ট্রীয় অঙ্গনে আল্লাহর দেয়া বিধান কার্যকরের প্রশ্নে গণভোটের দাবি জানিয়েছেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এই দাবি জানান তিনি।

হেযবুত তওহীদের ইমাম বলেন, বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলিম। একজন মুসলিমের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাদের সমাজ ও রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার পরিপূর্ণ ব্যবস্থা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহর দেয়া সেই ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই মহানবী (স) ও তাঁর সাহাবীরা সমাজে শান্তি ও নিরাপত্তা কায়েম করেছিলেন। ফলশ্রুতিতে সমাজ থেকে যাবতীয় অন্যায়-অশান্তি দূর হয়ে গিয়েছিল।

বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা করে হেযবুত তওহীদের এই নেতা বলেন, এদেশে যুগ যুগ ধরে তথাকথিত গণতন্ত্রের নামে ধাপ্পাবাজির রাজনীতি চলে আসছে। সাধারণ মানুষ একটি প্রতারক রাজনৈতিক চক্রের হাতে জিম্মি হয়ে গেছে। এখানে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণের সাথে স্বেচ্ছাচারী আচরণ করেছে।

তিনি বলেন, মানুষের হাতে গড়া কোনো ব্যবস্থাই নির্ভুল হতে পারে না। তাই এসব তন্ত্রমন্ত্র মানুষকে মুক্তি দিতে পারছে না। মুক্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর দেয়া জীবনব্যবস্থা, এমনটাই মন্তব্য করেন তিনি। বলেন, চলমান দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মানুষ আল্লাহর দেয়া জীবনব্যবস্থা চায় কি না, সেই প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে। মানুষের সামনে বিকল্প জীবনব্যবস্থা বেছে নেয়ার সুযোগ উন্মুক্ত করে দিতে হবে। এটা এদেশের মুসলিমদের মৌলিক অধিকার। তারা কোন্ ব্যবস্থার মধ্যে থাকবে তা বেছে নেয়ার অধিকার তাদের রয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর দিয়াবাড়িতে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পিনাকল স্পোর্টস ঢাকা বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী এস এম সামসুল হুদা, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ ভাইস চেয়ারম্যান রিয়াল তালুকদার প্রমুখ।

এর আগে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব ও মতিঝিল স্পোর্টিং ক্লাব। খেলায় ৪-০ গোলে জয়ী হয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় ঢাকা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।