মোঃ নাসির উদ্দিন,উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে ব্যপক আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “উন্নয়ন ও সম্মৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” “বয়স্কদের জন্য নিয়মিত ভাতা” “বিধবা ভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন” “প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনার অবদান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে ২ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভি ডি পি কর্মকর্তা শাহিনুর জামান,যুব উন্নয়ন কর্মকর্তা আছমা বেগম,উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীগন। এসময় বক্তৃারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।