দেশের বাজারে সোনার দামে আবারও ঊর্ধ্বগতি। এবারে ২৪ ঘন্টার ব্যবধানে সোনার দাম ভরিতে ২ লাখ টাকা ছাড়াল। টানা চারবার দরপতনের পর আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস-এর বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, দেশের বাজারে সোনার দাম ভরিতে ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা, যা আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হতে যাচ্ছে।
উল্লেখ্য, গতকালই বড় দরপতন হয় সোনার দামে। ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম একলাখে প্রায় সাড়ে ১০ হাজার টাকা হ্রাস পেয়ে ২ লাখের নিচে নেমে আসে (১ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা), যা আজ বুধবার থেকে কার্যকর হওয়ার কথা জানায় বাজুস। কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিল সংগঠনটি।
শুধু ২২ ক্যারেটই নয়, দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামেও। পরিবর্তিত দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম হতে যাচ্ছে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট মানের সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা। এদিকে সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ভরি প্রতি ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
সোনার দাম নামল ২ লাখের নিচে, বুধবার থেকে কার্যকরসোনার দাম নামল ২ লাখের নিচে, বুধবার থেকে কার্যকর
দেশের বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্য সমন্বয় করতেই নতুন করে সোনার দাম নির্ধারণ করতে হয়েছে বাজুস-কে। পাশপাশি বৈশ্বিক বাজারে সোনার দাম বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বাজুস-এর সিদ্ধান্তে। উল্লেখ্য, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম আজ ৪ হাজার ডলার ছাড়িয়েছে।
দাম নির্ধারণ ও পর্যবেক্ষণ সম্পর্কিত বাজুস-এর স্ট্যান্ডিং কমিটির এক সভায় আজ সোনার এই পরিবর্তিত দাম নির্ধারণ করা হয়েছে। সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।