BMBF News

কাড়ি কাড়ি টাকা দিয়ে জামাইকে ছাড়াব: সাজ্জাদের স্ত্রী, ভিডিও ভাইরাল

শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি দাবি করেন, কাড়ি কাড়ি টাকা খরচ করে তিনি তার স্বামীকে মুক্ত করে আনবেন।

হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি সাজ্জাদকে শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

রবিবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তামান্না শারমিন বলেন, “আমার জামাই গ্রেপ্তার হয়েছে, এতে চিন্তার কিছু নেই। মামলা আছে, তাই গ্রেপ্তার হয়েছে। যারা ভাবছেন সে আর বের হতে পারবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা খরচ করে জামিন করিয়ে আনবো। আমার জামাই বীরের বেশে ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের ছেড়ে দেওয়া হবে না। এতদিন আমরা পলাতক ছিলাম, এবার পালানোর পালা তাদের। আমার জামাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হবে, তারপর খেলা শুরু হবে। সবাই দোয়া করবেন, যেন ১০-১২ দিনের মধ্যে জামিন পেয়ে যাই।”

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “সাজ্জাদের স্ত্রী তামান্নাকে চাইলে গ্রেপ্তার করা যেত। তবে তিনি গর্ভবতী হওয়ায় আপাতত গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে নজরদারিতে রাখা হয়েছে।”

রবিবার সাজ্জাদকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে হাজির করা হলে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৮ জানুয়ারি ফেসবুকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হুমকি দেন সাজ্জাদ। পরে ৩০ জানুয়ারি পুলিশ তাকে ধরিয়ে দিলে সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেয়।