BMBF News

কুড়িগ্রামে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনে স্বস্তি

উত্তরের জেলা কুড়িগ্রামে পুরোদমে চলছে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। জেলার ৯টি উপজেলার গ্রামীণ জনপদ এখন কৃষক-কৃষানির কর্মব্যস্ততায় মুখর। নাওয়া-খাওয়া ভুলে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠ ও বাড়ির উঠোনে ব্যস্ত সময় পার করছেন তারা।

মাঠজুড়ে এখন সোনালি ধানের শীষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। ধানের দানা পুষ্ট ও ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর ধানের উৎপাদন বেশি হয়েছে। এতে উৎপাদন খরচ পুষিয়ে ভালো লাভ ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। যদিও কিছু এলাকায় শ্রমিক সংকট রয়েছে, তবে স্থানীয় যুবক, দিনমজুর ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সেই সংকট অনেকটা কেটে গেছে। অনেকেই মৌসুমি আয়ের জন্য ধান কাটার কাজে যোগ দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, কোথাও চলছে ধান কাটা, কোথাও আঁটি বাঁধা, আবার কোথাও চলছে মাড়াইয়ের কাজ। যান্ত্রিক থ্রেশার মেশিনের শব্দে প্রকম্পিত গ্রামের মেঠোপথ। আধুনিক যন্ত্রের পাশাপাশি সনাতন পদ্ধতিতেও চলছে মাড়াই। মাঠ থেকে ধান বাড়িতে আনার পর কৃষানিরা ব্যস্ত ধান শুকানো, উড়ানো ও সংরক্ষণের কাজে। বাড়ির ছোট সদস্যরাও সাধ্যমতো বড়দের কাজে সহযোগিতা করছে। সব মিলিয়ে গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ধানের ফলন সন্তোষজনক। আমন ঘরে তোলার পরপরই যাতে কৃষকরা বোরো আবাদের প্রস্তুতি নিতে পারেন, সেজন্য সার, বীজ সরবরাহ ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ নিশ্চিত করা হচ্ছে।
মাঠের সোনালি ধান শুধু কৃষকের গোলায় নয়, গ্রামীণ অর্থনীতিতেও ফিরিয়ে এনেছে প্রাণচাঞ্চল্য। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নবান্নের এই উৎসব কৃষকের ঘরে আনন্দ ও নতুন আশা জাগিয়েছে।