BMBF News

কেন্দ্রীয় এফডিইবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৫
মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

বিশিষ্টজনদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (এফডিইবি)’র উদ্যোগে   এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৯ মার্চ)  বিকাল ৪ টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এফডিইবি’র কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুছ ছাত্তার শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা , বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঋিলেন ফোরামের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি জনাব সাইফুল আলম খান মিলন।
এফডিইবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মো: কবীর হোসেন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শিশির মনির, বিশিষ্ট সাংবাদিক ডিইউজে’র সভাপতি মো: শহীদুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি প্রকৌ. মির্জা মিজানুর রহমান, ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রকৌ. তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রকৌ. আবদুস সামাদ সরদার, আইডিইবি’র সাবেক সহ-সভাপতি প্রকৌ. মৃধা নজরুল ইসলাম, এফবিসিসিআই এর জেনারেল বোর্ড মেম্বার জনাব শফিকুল ইসলাম শফিক, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. আব্দুল বাতেন প্রমুখ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ও বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ এবং বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সহ ফোরামের প্রায় পাঁচ শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গন।