গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার মামলায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টারকে গ্রেফতার করেছে র্যাব-১। সোমবার রাতে ঢাকার উত্তরা এলাকায় সৃষ্টি সেন্টাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আব্দুর রহমান মাস্টার কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতেন এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন।
বৈষম্য বিরোধী আন্দোলনে কোনাবাড়িতে গুলিতে নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। সে হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়াশোনা করতো। হৃদয় কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন। তার হত্যার ঘটনায় ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ৭ দিনের রিমান্ড আবেদন করে আব্দুর রহমান মাস্টারকে আদালতে পাঠানো হয়েছে। হৃদয় হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান মাস্টার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ক্ষমতার দাপটে স্কুলে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, তিনি কোনাবাড়ী এলাকার ৭ তলা কবিরাজ বাড়ির বিতর্কিত কবিরাজের মূল পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন এবং এলাকায় রাজনৈতিক বিতর্ক ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।