চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৬৮টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৫১৪ জন এবং আহত হয়েছেন ৫৬১ জন। সরকারি সংস্থা বিআরটিএর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যশোর জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে—১২০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৭ জন এবং আহত ১১৬ জন।
এরধ্যে খুলনা জেলায় ৯ মাসে ২৫টি দুর্ঘটনায় প্রাণ হারান ৩২ জন এবং আহত হন ২৪ জন; বাগেরহাটে ৬১টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন; সাতক্ষীরায় ৪২টি দুর্ঘটনায় নিহত ৪০ জন এবং আহত ৪০ জন; যশোরে ১২০টি দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন; নড়াইলে২৩টি দুর্ঘটনায় নিহত ২৩ জন এবং আহত হয়েছেন ৩৭ জন; মাগুরায় ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন; ঝিনাইদহে ৬৫টি দুর্ঘটনায় ৬৪ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন; কুষ্টিয়ায় ৭৯টি দুর্ঘটনায় ৭১ জন নিহত এবং ৫০ জন আহত হন; চুয়াডাঙ্গায় ৬৮টি দুর্ঘটনায় ৫৯ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন; মেহেরপুরে ২৪টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএর নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান জানান, প্রশিক্ষিত চালক তৈরিতে প্রশিক্ষণ প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে বিআরটিএ। এছাড়া অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।