নিজস্ব প্রতিবেদকঃ
২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।
২৫ শে মার্চ গণ হত্যার দিবস উপলক্ষে ২৫ শে মার্চ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভাকে সফল ও সাফল্য করার লক্ষ্যে এতে অংশগ্রহণ করেন রামপুরা থানা আওয়ামী লীগ। রামপুরা থানা আওয়ামী লীগের সাথে একতাবদ্ধ হয় গণহত্যা দিবসের আলোচনা সভা কে আরো সাফল্যময় করার লক্ষ্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমেদ বাবু।
শেখ বুলবুল আহমেদ বাবু ২২ নং ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নিয়ে রামপুরা থানা আওয়ামী লীগের সাথে আলোচনা সভা অংশগ্রহণ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।