BMBF News

গাজায় স্কুলে ইসরায়েলের হামলায় নিহত ১০

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল, এতে নিহত হয়েছেন অন্তত ১০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন বহু মানুষ। মঙ্গলবার (২২ অক্টোবর) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনী “আর্টিলারি গোলাবর্ষণ” করেছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

ওয়াফা আরও জানায়, উত্তর গাজার বেইত হানুনে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকাটিতেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্র ছিল।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলের উত্তর গাজায় হামলার শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৬৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবারের তীব্র ইসরায়েলি হামলায় উত্তর গাজা উপত্যকায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

জাবালিয়ায় একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে কামানের গোলাবর্ষণের ফলে সাতজন নিহত এবং বহু আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতিসংঘ পরিচালিত ক্রিজম স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিকদের লক্ষ্য করে একটি ইসরায়েলি ট্যাংক শেল নিক্ষেপ করে।

এছাড়া, জাবালিয়া আল-বালাদে পানি সংগ্রহের সময় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হন, এবং আল-ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের কাছে ড্রোন হামলায় আরও চারজন প্রাণ হারান। গাজার উত্তরাঞ্চলে একটি বাড়িতে গোলাবর্ষণে ৯ জন ফিলিস্তিনি নিহত হন।