BMBF News

গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে দুই ইসরায়েলি সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর দুই সেনা নিহত হয়েছেন। শনিবার এই সংঘর্ষে আরও একজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

নিহত দুই সেনার বয়স ২০ ও ২২ বছর, এবং তারা ইসরায়েলি সেনাবাহিনীর শাকেদ ব্যাটালিয়নের গিভাতি ব্রিগেডের সদস্য ছিলেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এই ঘটনাটি কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সংঘর্ষে নিহতদের নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে চলমান স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, চলমান অভিযানে হামাসের প্রায় ৯০০ যোদ্ধা নিহত হয়েছেন এবং প্রায় ৭০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩০০ জন হামাসের সদস্য বলে নিশ্চিত করেছে আইডিএফ।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজা সিটিতে হামাসের একটি বড় ভূগর্ভস্থ অস্ত্র কারখানা খুঁজে পেয়ে সেটি ধ্বংস করেছে আইডিএফ। অভিযোগ অনুযায়ী, এই কারখানাটি জেইতুন এলাকার বেসামরিক জনবসতির নিচে অবস্থিত ছিল। টানেল নেটওয়ার্কের মধ্যে থাকা কারখানাটিতে লেদ মেশিন, রকেট, মর্টার ও গ্রেনেড তৈরির উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।