BMBF News

গাজায় হাসপাতাল ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৫০ জন নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ছয় শিশু ও পাঁচ নারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। পাশাপাশি উত্তরের গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একাধিক বিমান হামলায় আরও অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাতে আল জাজিরা জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, উত্তরের গাজার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ডা. ঈদ সাব্বাহ জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলো হাসপাতালের মাত্র ৫০ মিটারের মধ্যে চলে আসে। অস্ত্রধারীরা হাসপাতালে প্রবেশ করে রোগী ও চিকিৎসকসহ সবাইকে হাসপাতাল খালি করতে বলে।

পরবর্তী হামলায় হাসপাতালের ভেতরে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে চারজন হাসপাতাল স্টাফ ছিলেন। নিহতদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

ইসরায়েলের এই আগ্রাসনে গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৬১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৮৩৪ জন। লেবাননেও ইসরায়েলি হামলায় ৪ হাজারের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে, যেখানে মানবিক সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থাগুলো।