BMBF News

গাজীপুরের টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ, শনিবার খুলবে কারখানা

গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিক ও কর্মীদের বেতন পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টে বেতন পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এ ঘোষণার পর কারখানাগুলো শনিবার থেকে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।

বেতন পেয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। কারখানার শ্রমিক শরীফা বেগম জানান, “রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায়ই বেতন পেয়েছি। মালিকপক্ষ কথা রেখে আমাদের খুশি করেছে।”

গত শনিবার থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছিলেন। তিন দিনব্যাপী এই বিক্ষোভে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। সোমবার রাতে ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বকেয়া বেতন পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়।

টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়তুল হক জানান, “আমরা সরকারের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছি। শনিবার থেকে কারখানা চালু হবে। আশা করি, শ্রমিকরা কাজে যোগ দিয়ে ক্ষতি পূরণে ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “আমাদের ওভারডিউ সমস্যার কারণে কয়েকবার তারিখ দিয়ে তা রাখতে পারিনি। তবে শ্রম সচিবের আন্তরিক প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়েছে। শ্রমিক অসন্তোষ নিরসনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের পাঁচটি কারখানায় প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে প্রধান তিনটি কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এবং বাকিগুলোর স্টাফদের বেতন বাকি ছিল।

ত্রিপক্ষীয় বৈঠকে জানানো হয়, ৩০ নভেম্বরের মধ্যে বাকি বেতন পরিশোধ করা হবে। তবে আবার কোনো সড়ক অবরোধ করলে পরিশোধ প্রক্রিয়া স্থগিত করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

টিএনজেডের শ্রমিক আসাদুল ইসলাম বলেন, “টাকা হাতে পেয়ে ঘর ভাড়া আর দোকানের বাকি পরিশোধ করেছি। মাস শেষে টাকা পেলে আমাদের আর কোনো দাবি থাকে না।”

টানা আন্দোলনের পর বেতন পেয়ে শ্রমিকরা স্বস্তি প্রকাশ করেছেন। শনিবার থেকে কারখানাগুলো চালু হওয়ার অপেক্ষায় শ্রমিক ও কর্তৃপক্ষ।