ভারতের রাজধানী দিল্লির কাছে হরিয়ানার গুরুগ্রামে পশ্চিমবঙ্গের মালদা জেলার ছয়জন বাংলাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে তাদের পরিবার অভিযোগ করেছে। এই শ্রমিকরা প্রায় সাত-আট বছর ধরে গুরুগ্রামে বসবাস করছিলেন।
পরিবারের অভিযোগ ও ঘটনার বিবরণ
পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল-১ ব্লকের বাসিন্দা এই ছয়জন শ্রমিককে গত শুক্রবার রাতে সাদা পোশাকের পুলিশ আটক করে। আটক হওয়া শ্রমিকদের এক আত্মীয়, মামনি খাতুন জানান, “রাতে খাওয়ার সময় সাদা পোশাকের পুলিশ এসে আধার কার্ড দেখতে চায়। তারপর আঙুলের ছাপ নেওয়ার কথা বলে থানায় নিয়ে যায় এবং আশ্বাস দেয় যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে।”
কিন্তু সোমবার পর্যন্ত তাদের ছাড়া হয়নি। মামনি খাতুন আরও অভিযোগ করেন, “আমরা রবিবার রাত পর্যন্ত বাদশাহপুর থানায় অপেক্ষা করেও তাদের সঙ্গে দেখা করতে পারিনি। তাদের ওপর মারধর করা হয়েছে এবং দিনে মাত্র একবার খেতে দেওয়া হচ্ছে। এমনকি থানার শৌচাগার পরিষ্কার করা বা পুলিশ কর্মীদের পোশাক কাচার মতো কাজও জোর করে করানো হচ্ছে।”
পুলিশ ও প্রশাসনের ভূমিকা
‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠন বিষয়টি নিয়ে গুরুগ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, “বাদশাহপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আটক করার কথা স্বীকার করলেও তাদের গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন।” তবে এর চেয়ে বিস্তারিত তথ্য গুরুগ্রাম পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।
আসিফ ফারুক আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমাদের সন্দেহ হচ্ছে, এদেরকেও হয়তো বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করে দেওয়া হতে পারে। এই আশঙ্কা থেকেই আমরা রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।”
রাজনৈতিক প্রতিক্রিয়া ও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
এই ঘটনা সামনে আসার দিনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতন চলছে। তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করে হেনস্থা করা হচ্ছে।”
কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলোর সমালোচনা করে মমতা ব্যানার্জী প্রশ্ন তোলেন, “বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে কেন?” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয়, এই লড়াই দিল্লিতে হবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন শুরু হবে।”
তিনি আগামী ২৭ জুলাই থেকে প্রতি শনি ও রবিবার এই “ভাষা-আক্রমণের” বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন।
অন্যান্য ঘটনা
এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে পশ্চিমবঙ্গের বহু বাংলাভাষীকে আটক করার ঘটনা ঘটছে। সম্প্রতি মালদা জেলারই আরও ছয়জন শ্রমিককে পাঞ্জাবে গোহত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’-এর মতে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদ তাদের আইনি সহায়তা দিচ্ছে।