গোপালগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান সৈকত
গোপালগঞ্জের মুকসুদপুরে মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের সার্বজনীন নববৃন্দাবন ধাম নামের
ওই মন্দির প্রঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ
করেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্ত রায়।
সংবাদ সম্মেলনে মিহির কান্তি রায় বলেন, জলিরপাড়ের ভজণকান্ত রায়ের ছেলে রতন কান্ত রায়
মৌখিকভাবে সার্বজনীন নববৃন্দাবন ধাম নামের ওই মন্দিরে জমি দান করেন। পরে দানকৃত এই
জায়গায় মন্দির স্থাপন করে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। পরবর্তীতে ১০ বছর আগে বিনয়
বিশ্বাসের স্ত্রী অঞ্জলী রায় ওই মন্দিরের জমি কিনলেও মৌখিকভাবে দান করে ৫০ হাজার টাকা
অনুদান করেন।
তিনি আরো বলেন, কিন্তু সম্প্রতি অঞ্জলী রায় ইট বালু রেখে দেয়াল নির্মাণ করে মন্দিরের জায়গা
দখল শুরু করে। জমি দখলে বাঁধা দিলে বিভিন্নভাবে হুমকী ধামকী দিতে থাকে। এতে ওই
এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তিনি মন্দিরে জায়গা রক্ষার্থে স্থানীয়
প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় ওই মন্দির কমিটির সদস্যরা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত
ছিলেন।
এব্যাপারে অঞ্জলী রায়ের বাড়ীতে গিয়ে জায়গা দখলের বিষয়ে বক্তব্য জানাতে চাইলে, তিনি কোন
কথা বলতে রাজি হয়নি। এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে খারাপ আচারণ করে বাড়ী থেকে
বের হয়ে যেতে বলেন।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এসএম জালাল বিন আমীর বলেন, রোববার
মন্দিরের জমি মাপার কথা ছিল। কিন্তু দুই পক্ষের পক্ষে উত্তেজনা বিরাজ করায় জমি মাপা হয়নি।
আগামী বৃহস্পতিবার জমি মাপার দিন ধায্য করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন
স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনা অনুযায়ী আইনী পদক্ষেপ নেয়া হবে।