সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে স্পট মার্কেট দরে দুই লট এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৯৬ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জ্বালানি নিয়ে কোনো সংকট দেখছি না। আমরা দুটি লট আমদানি করছি এবং সরবরাহ ব্যবস্থা সঠিক আছে কি না, তা নিশ্চিত করব।”
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে, যার ব্যয় হবে ৭৫৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫.৭৩ মার্কিন ডলার।
এছাড়া, সিঙ্গাপুরের মেসার্স গুনভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে, যার ব্যয় হবে ৭৪১ কোটি ৯৫ লাখ টাকা। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫.৪৭ মার্কিন ডলার।