BMBF News

চাকুরীচ্যুত ব্যাটালিয়ান আনসার সদস্যদের চাকুরীতে পুনবহলের দাবিতে আমরণ অনশন

৮১
নিজস্ব প্রতিবেদক :

 

আনসার সদর দপ্তরের প্রধান গেটের ১৯৯৪ সালের চাকুরি চাকুরীচ্যুত ব্যাটালিয়ান আনসার সদস্যদের চাকরিতে পুনরাবহলের দাবিতে গত ২৯ এ জুন থেকে আমরণ অবস্থান করছেন চাকুরীচ্যুত ব্যাটালিয়ান আনসার সদস্যরা।

আন্দোলন ও অবস্থান কর্মসূচির সভাপতি ল্যান্স নায়ক রুহুল আমিন তালুকদার সাংবাদিকদের বলেন,

বাংলাদেশ মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক রায় ও আদেশের আলোকে মাননীয় মহাপরিচালক আনসার ও ভিডিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন নিবেদন করেও ডিপার্টমেন্ট কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই মহামান্য কোর্টের রায়ের আলোকে ১৯৯৪ সালের মামলায় নির্দোশ চাকুরীচ্যুত ব্যাটালিয়ন অসহায় গরিব, নিপিরিত, নির্জাতিত, ক্ষতিগ্রস্ত আনসার সদস্যদের চাকুরীতে পুনর্বহাল করতে আপনার একান্ত কাম্য। আমাদের দুঃখ-দুর্দশা অবসানের লক্ষ্যে বাংলাদেশ মহামান্য সুপ্রীম কোর্ট কর্তৃক প্রচারিত বিগত ০২/০৮/২০২২ ইং তারিখ মামলা নং- ১৭৫ ও ১০৪৫৮/২০১৫ রায়ের আদেশে নির্দোশ চাকুরীচ্যুত ব্যাটালিয়ন আনসারদের পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ এবং যাবতীয় প্রাপ্য সুবিধা প্রদান। আমরা ভুক্তভুগি ল্যান্স নায়েক রুহুল আমিন তালুকদার গং তৎকালীন মহাপরিচালক- মহোদয় আমাদের জেলে দেওয়ার ২ মাসের মধ্যে চাকুরী থেকে বহিঃস্কার করেন। কোর্ট বিচার না হওয়ার আগেই চাকুরী থেকে বহিষ্কার (কোর্ট রায় দিয়েছে আট মাসে এর আগে কিভাবে চাকুরীচ্যুত করে কোন বিধানে) অথচ সাত-আট মাসের মধ্যে ঐ মামলা থেকে বেকসুর খালাস পাই কিন্তু তাই অদ্যবদি চাকুরী ফিরে পাইনি। সেই পরিপ্রেক্ষিতে ২৯/০৬/২০২৫ ইং তারিখ হইতে আমাদের আমরণ অনশন কর্মসূচী চলমান। যতক্ষণ পর্যন্ত আমাদের যোগদানের সুব্যবস্থা না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী চলমান থাকবে।