কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের নেতৃত্বে আজ সকাল ১১টায় জিয়াউর সংগঠনের কেন্দ্রীয় নেতা- কর্মীরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় তারা কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন ও দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. মাহবুব হোসেন, মাহফুজুর রহমান সবুজ, প্রচার সম্পাদক আজীম হোসেন, সমাজ সেবা সম্পাদক মাসুদ রানা নান্নু, ঢাকা মহানগর সহ-সভাপতি জাহানগীর হোসেন নান্টু, মো: শাকুর হোসেন, মো: এনায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আকতার প্রমুখ। পরে কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সাক্ষাতে অংশগ্রহণ করেন।