কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া(১৭) আত্নহত্যা করেছেন। এমন সংবাদ বাড়িতে পৌঁছলে দাদা – দাদী কান্নাশ ভেঙ্গে পরেন।
শনিবার রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মাদপুর এলাকার শেখেরটেকে ৬নং রোডে ভাড়া বাসায় তাকে গলায় ফাসঁরত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুঠোফোনে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেন শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার।
উল্লেখ্য, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষনের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামী সাকিব ও সিফাত কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।