গাজীপুরের টঙ্গী এলাকায় পুরনো বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পথচারী ও যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবে।
ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আকবর বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীতে দুটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে। এতে পাথর বোঝাই ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাকচালক সামান্য আহত হলেও তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ পরিস্থিতিতে ভোগান্তি এড়াতে ফ্লাইওভার ও কামারপাড়া-মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক আপডেটে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী যানবাহনকে কামারপাড়া-মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”
গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।