যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় বিজয়ী হওয়ার পরপরই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত। এই চুক্তির অধীনে মস্কোর থেকে ‘পন্টসার’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে নয়াদিল্লি। আনন্দবাজার পত্রিকার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকে রেডার, ১২টি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও দুটি বিমান বিধ্বংসী কামান অন্তর্ভুক্ত থাকে। এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত ১৮ কিলোমিটার পাল্লার হলেও নতুন সংস্করণে ‘বুস্টার’ প্রযুক্তি ব্যবহার করে এর পাল্লা আরও বাড়ানো হয়েছে, যা কিনতে চলেছে ভারত।
ভারত ডায়নামিক্স ও রাশিয়ার রোজ়োবোরাএক্সের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রুশ প্রযুক্তিগত সহায়তায় ভারতে নির্মাণ করা হবে।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে ভারতের সঙ্গে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি হয়েছিল। ২০১৮ সালে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি হয়, যা যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও ভারতের অটল সিদ্ধান্তে পরিণত হয়।
সাম্প্রতিক চুক্তিটি ইউক্রেন যুদ্ধের মধ্যে ঘটেছে, যেখানে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য ভারতের বিরুদ্ধে ‘কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভারসারিজ থ্রু স্যাঙ্কশনস অ্যাক্ট’ (কাটসা) আইনের অধীনে পদক্ষেপের দাবি তুলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ‘ইন্ডিয়া ককাস’-এর কয়েকজন সদস্যের বিরোধিতার কারণে জো বাইডেন প্রশাসন ভারতের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।