BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ঢাকা -০৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী জাকির হোসেন নয়ন

নিজস্ব প্রতিবেদক :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) মনোনীত ঢাকা- ০৫ আসনে সংসদ সদস‍্য হিসেবে মনোনয়ন প্রত‍্যাশী ৯০ -এর স্বৈরাচারবিরোধী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের সৈনিক জাকির হোসেন নয়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ -সভাপতি, মেধাবী ছাত্র নেতা জাকির হোসেন নয়ন উচ্চশিক্ষিত,সজ্জন, মার্জিত ব‍্যবহার, পরোপকারী ও নানাবিধ মানবিক গুনের অধিকারী। পেশাগত জীবনে সফল ব‍্যবসায়ী। বৈষম‍্য বিরোধী সংস্কার পরিষদ( FBCCI ) এর আহবায়ক হিসেবে এফবিসিসিআই ও বাণিজ্য সংগঠনের সংস্কার আন্দোলনের নেতৃত্ব প‍্রদান করেছেন। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্টানে পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

ডেমরা ও যাত্রাবাড়ী থানার অর্ন্তগত ১২ টি ওর্য়াড নিয়ে গঠিত ঢাকা -০৫ সংসদীয় আসন। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত‍্যাশী নবী উল্লাহ নবী ও পার্শ্ববর্তী ঢাকা -০৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী সালাউদ্দিন আহম্মেদ নিজের ছেলে তানভীর আহমেদ রবিনের জন‍্য ঢাকা -৫ আসনের মনোনয়ন চান। কিন্তু বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত কোনভাবেই এক পরিবারের দুইজনকে মনোনয়ন দেয়া হবেনা।

গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ঢাকা-৫ আসন এলাকায় বিএনপিতে দুই গ্রুপের দ্বন্দ্বে নেতাকর্মীরা চরম বিভ্রান্তিতে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। নাম না প্রকাশ করার শর্তে বিএনপির নেতাকর্মীরা বলেন, সংসদীয় ঢাকা-৫ আসনভুক্ত ডেমরা-যাত্রাবাড়ী থানা বিএনপির নবী উল্লাহ নবী গ্রুপ ও সালাউদ্দিন গ্রুপ নিজেদের আধিপত্য ও এলাকায় শক্ত অবস্থান প্রমাণের জন্য একই সময়ে একই এলাকার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আইন শৃংখলা পরিস্হিতি অবনতি হতে পারে বলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থেকে কর্মসূচি স্হগিত করা হয়েছে। নবীউল্লা নবী ও সালাউদ্দিন আহম্মেদ দুজনের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির স্হানীয় নেতা কর্মী ও এলাকাবাসী হতাশ ও বিরক্ত। ডেমরা এলাকার চা বিক্রেতা রহিম শেখ বলেন অন‍্য দল বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থী অনেক আগ থেকে ভোট চেয়ে যাচ্ছে কিন্তু বিএনপির লোক জন নিজেরা মারামারীতে ব‍্যস্ত। বিএনপির সাধারণ সমর্থক ও এলাকাবাসী একজন উচ্চশিক্ষিত ও ক্লিন ইমেজের লোক কে বিএনপির প্রার্থী হিসেবে চান, যার বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ নেই, দলের মধ‍্যে গ্রুপিং সৃষ্টির কোন অভিযোগ নেই। এলাকাবাসী সুখে দুঃখে, যেকোন প্রয়োজনে তার সাথে দেখা করতে পারবে। স্হানীয় বাসিন্দা ও বিএনপির প্রবীণ কর্মী আব্দুল হালিম বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার প্রায় ৭ লক্ষাধিক লোকের বিভিন্ন নাগরিক সমস‍্যা সমাধানের জন‍্য জাকির হোসেন নয়ন যোগ‍্য প্রার্থী।

জাকির হোসেন নয়ন ইতিমধ্যে নির্বাচনী এলাকায় গনসংযোগ শুরু করেছেন। আলাপকালে তিনি বলেন এলাকার লোকের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা ডেমরা যাত্রাবাড়ি এলাকার উপর জরিপ পরিচালনা করে সমস‍্যাবলী চিহ্নিত করেছি। আমরা গতানুগতিক রাজনীতি বাইরে যেয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে সমস‍্যাবলী চিন্হিত করে সল‍‍্যুশন প্রভাইডার হিসেবে এলাকার লোকের পাশে থাকতে চায়, অর্থনৈতিক উন্নয়ন ও এলাকার লোকের ভাগ‍্যন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি কে প্রাধান্য দিতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ কে একটি সুখী সমৃদ্ধি দেশ হিসেবে গড়ে তুলতে চান। দল আমাকে মনোনয়ন দিলে এলাকাবাসীর দোয়া ও সমর্থনে ঢাকা -০৫ আসন বিএনপিকে উপহার দিতে সমর্থ হবো।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »