দুমকী( পটুয়াখালী) প্রতিনিধিঃ
স্বৈরাচার আওয়ামীলীগ কর্তৃক ২১আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মী খালাস পাওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান,পটুয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে আনন্দ মিছিল করেছে দুমকী উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নের্তৃত্ত্বে উপজেলার আংগারিয়া বাজার থেকে মিছিলটি শুরু করে কালভার্ট বাজারে এসে শেষ হয়।মিছিল শেষে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু,সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির আলম, সাইদুর রহমান খান,সৈয়দ সাখাওয়াত, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা মোল্লা, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল ওহাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন নেতাকর্মীদের আসামি করে সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। মহামান্য হাইকোর্ট সেই মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল এজাহারভুক্ত নেতাকর্মীদের বেকসুর খালাস দেন। বক্তারা আরও বলেন, বিগত দিনে তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের নামে যত মিথ্যা মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসররা দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।