মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৃত রাজন্ড চন্দ্র দাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গলাচিপা স্টেশনের লিডার মো. জাকির হোসেন জানান, আগুনের সূত্রপাত প্রথমে অজ্ঞাত মনে হলেও বিষয়টি তদন্তাধীন। খবর পেয়ে তাদের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, গভীর রাতে হঠাৎ ঘুম থেকে উঠে তারা আগুনের শিখা দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও অল্প সময়ের মধ্যেই আগুন ছয়টি কক্ষে ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে যায়। এতে মৃত রাজন্ড চন্দ্র দাসের তিন ছেলে—ধীরেন চন্দ্র দাস, শুনিল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস—সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।
ভুক্তভোগী ধীরেন চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের তিনটি পরিবার সব হারালাম। শীতের মধ্যে সন্তানদের নিয়ে কোথায় যাব, কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফকরুল ইসলাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। প্রাথমিক হিসাবে তিন পরিবারের মোট ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।