রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশ পরিচালিত বিশেষ অভিযান ডেভিল হান্ট-এ এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল ভূঁইয়া (৪৫)। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবুল হোসেন ভূঁইয়ার ছেলে।
থানা সূত্র জানায়, ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে সাবেক সংসদ সদস্য এস. এম. শাহজাদা সহ অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি রুবেল ভূঁইয়াকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আটক করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, রুবেল ভূঁইয়াকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।